র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক বেনজীর আহমেদ জানিয়েছেন, মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। শহীদ মিনারে থাকবে র্যাবের মোবাইল কোর্ট, ডগ স্কোয়াড ও ক্লোজসার্কিট টেলিভিশন।
আজ সোমবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন র্যাব মহাপরিচালক।
Read More News
মহাপরিচালক জানান, সারা দেশে স্থানীয় পুলিশ প্রশাসনের পাশাপাশি শহীদ মিনারে নিরাপত্তাব্যবস্থার জন্য র্যাব সদস্য মোতায়েন থাকবে। ২১ ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। এ ব্যবস্থাকে আবার পাঁচটি সেক্টরে ভাগ করা হয়েছে। নিরাপত্তাব্যবস্থার জন্য শহীদ মিনারে প্রতিটি প্রবেশ ও বহির্গমন পথে চেকপোস্ট বসানো থাকবে। এ ছাড়া মোবাইল কোর্ট, ডগ স্কোয়াড থাকবে।
CoinWan Latest Banlga Newspaper