গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ২ মার্চ বৃহস্পতিবার সারা দেশে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।
আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গত বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত সংবাদ সম্মেলনে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। এতে বিইআরসির চেয়ারম্যান মনোয়ার ইসলাম জানান, ১ মার্চ থেকে এক চুলার জন্য দিতে হবে ৭৫০ টাকা। দুই চুলার জন্য দিতে হবে ৮০০ টাকা।
জুনে দ্বিতীয় দফায় বাড়বে গ্যাসের দাম। ১ জুন থেকে এক চুলার জন্য দিতে হবে ৯০০ টাকা। আর দুই চুলার জন্য দিতে হবে ৯৫০ টাকা।
Read More News
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, কয়েক গুণ গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে জনজীবনে যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে, এই সরকারের অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ২ মার্চ, বৃহস্পতিবার ঢাকাসহ দেশব্যাপী সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান প্রতিবাদ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
CoinWan Latest Banlga Newspaper