শ্রীলংকাকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারত। লংকানদের দেয়া ১৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় পায় ধোনির দল।
নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং তৃতীয় ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করল পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি। শেষ ম্যাচে তারা দুর্বল প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে।
অবশ্য ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারে কুলাসেকারার বলে মাত্র ১ রান করে আউট হন শেখর ধাওয়ান। ভারতের আরেক ওপেনার রোহিত শর্মাকেও (১৫) সাজঘরে ফেরান কুলাসেকারা।
তবে সুরেশ রায়না ও বিরাট কোহলির দায়ত্বশীল ব্যাটিংয়ে সহজেই ঘুরে দাঁড়ায় ভারত। তৃতীয় উইকেটে ৫৪ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে অনেকখানি এগিয়ে নেন তারা।
Read More News
১২তম ওভারের প্রথম বলে রায়নাকে (২৫) আউট করেন দাসুন সানাকা। এরপর ১৮ বলে ৩৫ রানের একটি ঝড়ো ইনিংস খেলে ভারতের জয় প্রায় নিশ্চিত করেন যুবরাজ সিং। আর ৪৬ বলে ৫২ রান করে শেষ পর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন কোহলি।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করেছে লংকানরা। ভারতীয় বোলারদের দাপটে একশ রানের ভিতরেই গুটিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয় তাদের। তবে শেষ পর্যন্ত চামারা কাপুগেদারা ৩০, মিলিন্দা সিরিভারদানের ২২, তিলকারত্নে দিলশান ও অ্যাঞ্জেলো ম্যাথুসের ১৮ ও থিসেরা পেরেরার ১৭ রানের ইনিংসগুলো লংকানদের সম্মানজনক স্কোর গড়তে সহায়তা করে।
ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডে ও রবিচন্দ্রন অশ্বিন ২টি করে উইকেট নেন।
CoinWan Latest Banlga Newspaper