রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় আন্দোলনরত পরিবহন শ্রমিকদের সরিয়ে দিতে অভিযানে নেমেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে পরিবহন শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
বুধবার সকাল সাড়ে নয়টার দিকে পরিবহন শ্রমিকেরা রাস্তার পাশে থাকা অস্থায়ী দোকানগুলো মাঝখানে এনে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করতে শুরু করে। এরপরই অভিযানে নামে পুলিশ। এসময় কয়েক দফা সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছুড়ে।
Read More News
এ ঘটনায় প্রায় ১০ শ্রমিককে আটক করা হয়েছে বলেও দাবি করেছেন শ্রমিকরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকদের প্রায় সরিয়ে দিতে টেকনিক্যাল মোড় থেকে আমিনবাজার পর্যন্ত এলাকায় অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য। বর্তমানে গাবতলী এলাকা পুলিশের নিয়ন্ত্রণে আছে।
CoinWan Latest Banlga Newspaper