নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস থেকে ‘পিয়া রে’ শিরোনামে নতুন একটি সিনেমা করছেন শাকিব খান । আর এ সিনেমার জন্য চাই তার নতুন নায়িকা। তাই নতুন এক নায়িকার সন্ধানে সুপারস্টার শাকিব।
এ বিষয়ে শাকিব খান জানিয়েছেন, সিনেমার গল্পের জন্য নতুন একজন নায়িকা খোঁজা হচ্ছে। সম্পূর্ণ প্রেমের গল্প । দর্শক ছবিটি দেখতে বসে তাদের জীবনের নায়িকা হিসেবে নতুন একটি মেয়েকে মিলিয়ে নেবেন। সেই মেয়েটিই এখন খুজছি।
Read More News
আগামী সপ্তাহে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেও পুরো বিষয়টি জানানো হবে।
‘পিয়া রে’ ছবিটির পরিচালনা করছেন শামীম আহমেদ রনি। চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।
CoinWan Latest Banlga Newspaper