রাজধানীতে আপন জুয়েলার্সের পাঁচটি শাখা বন্ধের অভিযোগ এনে এর নিন্দা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। গতকাল রোববার প্রতিষ্ঠানটির একটি সিলগালাসহ পাঁচটি শাখার স্বর্ণালংকার আটকের কথা জানায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
আজ সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির নেতারা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানান।
Read More News
সমিতির সভাপতি গঙ্গাচরণ মালাকার ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার সই করা বিবৃতিতে বলা হয়, গতকাল রোববার কোনো নোটিশ ছাড়া আপন জুয়েলার্সের পাঁচটি শো-রুম শুল্ক গোয়েন্দা বিভাগ বন্ধ করে দেয়। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতিতে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সবাই আপন জুয়েলার্সের পাঁচটি শো-রুম বন্ধের ঘটনায় তীব্র নিন্দা জানান।
CoinWan Latest Banlga Newspaper