বাগেরহাটের মোংলা বন্দরের হাড়বাড়িয়া এলাকায় সিমেন্ট তৈরির কাঁচামালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে যায়।
গতকাল রোববার রাতে অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে গিয়ে জাহাজটি ডুবে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত বা নিখোঁজ হয়েছেন কি না, তা জানাতে পারেনি বন্দর কর্তৃপক্ষ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়ার ৪ নম্বর অ্যাঙ্করেজে এমভি ‘আতিকি এসবি’ নামে একটি কার্গো জাহাজের সঙ্গে বিদেশি একটি জাহাজের ধাক্কা লাগে। ওই সময় কার্গোটি আরেকটি বিদেশি জাহাজ থেকে স্লাগ-বাল্ক বোঝাই করে যাচ্ছিল।
Read More News
আঘাতে এমভি ‘আতিকি এসবি’র তলা ফেটে গেলে কার্গোর মাস্টার জাহাজটি দ্রুত চালিয়ে মূল চ্যানেলের বাইরে চরের দিকে চালাতে থাকেন। চরের কাছাকাছি যেতেই জাহাজটি পুরোপুরি নদীতে ডুবে যায়।
এ ঘটনায় জাহাজটির কোনো কর্মী নিখোঁজ বা কেউ হতাহত হয়েছেন কি না, তা জানা নেই। রাত ১১টা পর্যন্ত এমন কোনো তথ্য আসেনি তাঁদের কাছে। তিনি আরো জানান, কার্গো জাহাজটি মূল চ্যানেলের বাইরে ডুবেছে। ফলে বন্দরের চ্যানেল ঝুঁকিমুক্ত, সচল ও নিরাপদ রয়েছে।
CoinWan Latest Banlga Newspaper