রাজধানীর রামপুরার হাজীপাড়া এলাকায় সাজিদুল মাহিন (২০) নামের এক কলেজছাত্রকে গুলি করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। মাহিন পূর্ব রামপুরার টেলিভিশন রোড এলাকার বাসিন্দা ও নটরডেম কলেজের ছাত্র। মাহিন জানান, খিলগাঁও তালতলা মার্কেট থেকে হেঁটে বাসায় ফেরার সময় পূর্ব হাজীপাড়া গলির মধ্যে ৪/৫ জন যুবক তার গতিরোধ করে সঙ্গে টাকা-পয়সা কি আছে জানতে চায়। এ সময় কথা কাটাকাটি হলে যুবকরা পায়ে গুলি করে ২ হাজার টাকাসহ তার মানিব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার জানান, মাহিনের চিকিৎসা চলছে।
Read More News
CoinWan Latest Banlga Newspaper