ফরহাদ মজহার অপহৃত হননি

আইজিপি এ কে এম শহীদুল হক বলেছেন, কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার অপহরণের শিকার হননি। তিনি স্বেচ্ছায় রাজধানীর শ্যামলীর বাসা থেকে বেরিয়ে গিয়েছিলেন। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দপ্তরে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

শহীদুল হক বলেন, ফরহাদ মজহারকে অপহরণের বিষয়ে সরকারকে জড়িয়ে একটি মহলের বক্তব্যের কোনো ভিত্তি নেই।
Read More News

গত ৩ জুলাই সোমবার ভোরে ফরহাদ মজহার অপহৃত হয়েছিলেন বলে তাঁর পরিবার থেকে অভিযোগ করা হয়েছিল। সেদিনই রাতে তাঁকে যশোরের নওয়াপাড়ায় হানিফ পরিবহনের একটি বাস থেকে উদ্ধার করা হয়। পরের দিন তাঁকে ঢাকায় এনে আদালতে হাজির করা হয়। আদালতে তিনি ঘটনার বর্ণনা দিয়ে জবানবন্দি দেন। ওই দিনই শারীরিক অসুস্থতার কারণে ফরহাদ মজহারকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে গতকাল বুধবার ছাড়া পান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *