ছাত্রীকে ধর্ষণের পর বিচারের কথা বলে মারপিট এবং নির্যাতনের পর ধর্ষিতা ও তার মা’র মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় অপরাধীদের বিচারের দাবিতে উত্তাল বগুড়া।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা ইতিমধ্যে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এদিকে, সোমবার কিশোরীর মেডিকেল রিপোর্ট করার পর মঙ্গলবার আদালতে জবানবন্দি প্রদান করেছেন তিনি।
বগুড়ায় ধর্ষিত ছাত্রীকে জবানবন্দি প্রদানের জন্য শিশু আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইমদাদুল হকের আদালতে নেয়া হয়। সেখানে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় জবানবন্দি প্রদান করেন। এসময় তার নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশের পক্ষ থেকে আদালত প্রাঙ্গণে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়। এর আগে সোমবার ওই কিশোরীর ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ রেজাউল আলম জুয়েল জানান, ওই কিশোরীর মেডিকেল করানোর জন্য ফরেনসিক বিভাগের চিকিৎসকদের নিয়ে একটি বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ডের দায়িত্বপ্রাপ্তরা সোমবার মেডিকেল রিপোর্ট করেন।
Read More News
বগুড়ার শিশু আদালতের স্পেশাল পিপি অ্যাড. আমান উল্ল্যাহ বলেন, আসামিরা প্রভাবশালী হওয়ায় কিশোরীর নিরাপত্তার জন্য তাকে সেফ হোমে রাখার দাবি জানানো হয়েছে।
বগুড়ার অতিরিক্তি পুলিশ সুপার সনাতন চক্রবর্তি জানান, মঙ্গলবার কিশোরীর জাবানবন্দি নেয়ার জন্য আদালতে নেয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মেডিকেল পরীক্ষা করা হয়েছে। তিনি আরও জানান, রিমান্ডে নেয়া আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
CoinWan Latest Banlga Newspaper