ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের আয় গত বছর সবচেয়ে দ্রুত হারে বেড়েছে। ২০১৫ সালে তার সম্পদের পরিমাণ আট বিলিয়ন অর্থাৎ ৮০০ কোটি ডলার বেড়েছে। মোট সম্পদের পরিমাণ এখন ৩২ বিলিয়ন ডলার।মাত্র ৩১ বছরের জুকারবার্গ ফোরবস ম্যাগাজিনের দেয়া ধনীদের সর্বশেষ তালিকায় ছয় নম্বরে উঠে এসেছেন। তবে মাইক্রোসফটের বিল গেটস এখনো বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তার সম্পদের পরিমাণ ৫৩.৮ বিলিয়ন ডলার। বিলিয়নারদের তালিকায় সর্বকনিষ্ঠ হচ্ছেন ১৯ বছরের তরুণী আলেক্সান্দ্রা এন্ডারসন। তিনি নরওয়ের এক তামাক ব্যবসায়ীর উত্তরাধিকারী। বিশ্বে বিলিয়নারের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে, ৫৪০ জন। চীনে ২৫১ জন, জার্মানিতে ১২০ জন, রাশিয়ায় ৭৭ জন এবং ব্রিটেনে ৫০ জন।
Read More News