ভেজাল পঁচা ও বাসি খাবার বিক্রির অভিযোগে বরিশাল শহরের অভিজাত ‘নাজেম’স রেঁস্তোরাকে ১ লাখ টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ টিম।
বুধবার (০৪ অক্টোবর) বেলা ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত এই অভিযান চলানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা থেকে আগত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউসুল আজম।
Read More News
বরিশাল র্যাবের উপ-অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স জানিয়েছেন নাজেমস রেঁস্তোরায় ভেজাল পঁচা ও বাসি খাবার বিক্রি হচ্ছে। তাছাড়া ওই প্রতিষ্ঠানটির কোন ছাড়পত্র নেই। যে কারণে অপরাধ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাচা বিরিয়ানী খেয়ে অসুস্থ হওয়া ১২ জনকে ১ লাখ টাকা ক্ষতিপুরন দেয়ার নির্দেশ দেন। এছাড়া শহরের পঁচা ও বাসি খাবার বিক্রির অপরাধে মদিনায় ৪০ হাজার ও সকাল- সন্ধ্যা রেঁস্তোরাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।