আগামী ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের লিখিত সম্মতি পেয়েছে বিএনপি। শনিবার দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, এইমাত্র ডিএমপি আমাদের সমাবেশের লিখিত সম্মতি দিয়েছে। তবে তাতে ২৩ টি শর্ত দিয়েছে। ২৩ টি শর্তে কী আছে, সাংবাদিকদের প্রশ্নে ফখরুল বলেন, শর্তগুলো আপনারা পেয়ে যাবেন। তবে যেকোন শর্তে আমরা কালকে সমাবেশ করতে চাই।
তিনি সমাবেশের অনুমতি দেয়ায় ডিএমপিকে ধন্যবাদ জানান এবং বিএনপি আনন্দিত বলে মন্তব্য করেন।
এসময় ফখরুল ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বলেন, বিএনপিতে কোন বিশৃঙ্খলা হয় না। আওয়ামী লীগে তা মানায়। তাদের কোন্দল সম্পর্কে পত্রিকার পাতা খুললেই দেখা যায়।
Read More News
এ সমাবেশ জাতীয় রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ জানিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়া এ সনাবেশ থেকে গুরুত্বপূর্ণ বার্তা দিবেন।