দুর্ঘটনার কবলে ‘অমিতাভ বচ্চন’

২৩তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে এসে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। ১০ নভেম্বর কলকাতায় আসেন অমিতাভ।
অনুষ্ঠান শেষে বিমানবন্দরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। অনুষ্ঠানের উদ্বোধনীতে অংশ নিয়ে নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে দমদম বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিলেন অমিতাভ। সেই সময়ই অমিতাভের গাড়ির সামনের চাকার রিয়ার হুইলটি হঠাৎ খুলে যায়। অমিতাভের গাড়ির বহরে ছিল রাজ্য সরকারের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের গাড়ি। অমিতাভের গাড়ি দাঁড়িয়ে পড়তেই তাকে বিশেষ নিরাপত্তায় সুব্রত মুখোপাধ্যায়ের গাড়িতে তোলা হয়। সেই গাড়িতেই বিমানবন্দরে পৌঁছান অমিতাভ। পরে নিজের টুইটার পেজে অমিতাভ নিজেই শেয়ার করেছেন এই তথ্য। অমিতাভ বচ্চন বর্তমানে মুম্বাই রয়েছেন। তিনি পুরোপুরি সুস্থ আছেন।

Read More News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *