সংবিধান অনুযায়ী নির্বাচন হবে ‘আমু’

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, কোনো ব্যক্তির অধীনে নয়, সংবিধান অনুযায়ীই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ রোববার সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আমু এ কথা বলেন।

কেউ কেউ বলে শেখ হাসিনার নেতৃত্বে, অধীনে নির্বাচন হবে না। কেউ কেউ বলে শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। আমি বলতে চাই, কোনো ব্যক্তির অধীনে নয়, সাংবিধানিক বিধান অনুযায়ী এই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
Read More News

এই দেশে একটি সংবিধান রয়েছে সাংবিধানিক শূন্যতা এই দেশে ফিরে আসুক এবং সেই সাংবিধানিক শূন্যতার সুযোগ নিয়ে বা সাংবিধানিক কোনো দুর্বলতা নিয়ে এই দেশে আবার কোনো অপশক্তির থাবা আসুক, এটা আমরা চাই না, এটা হতে দিতে পারি না।

বক্তব্যের সময় ডিপ্লোমা প্রকৌশলীদের বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দেন আওয়ামী লীগের এই নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *