সাভারে বিভিন্ন বাসা বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান বাজার থেকে আশুলিয়ার পাড়াগ্রাম পর্যন্ত সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
সংযোগ বিচ্ছিন্ন কাজে সাভার তিতাস গ্যাসের প্রায় ৬০ সদস্যের একটি দল অংশ নেয়।
Read More News
তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই দুই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে তিনটি মূল পয়েন্টে মাটির নীচে থাকা গ্যাসের পাইপ তুলে নিয়ে সিলগালা করে দেয়। এ সময় কয়েকশ পাইপ উদ্ধার করা হয়। অভিযানের সময় মূল সংযোগ বিচ্ছিন্ন করে ব্যবহার করা রাইজারগুলোও খুলে নেয়া হয়। এঘটনায় অবৈধ গ্যাস সংযোগকারীরা নিরবে দাড়িয়ে ছিলেন। এসময় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগে ৯ জনকে প্রায় ৯০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
CoinWan Latest Banlga Newspaper