যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বড় মেয়ে মালিয়া ওবামা। এক বছরের বিরতি শেষে এ মৌসুমে মালিয়া ভর্তি হয়েছেন হার্ভাড ইউনিভার্সিটিতে।
ওবামা ক্ষমতা ছেড়ে দিলেও তার সন্তানদের প্রতি পাপারাজ্জিদের আগ্রহ এতটুকু কমেনি। রবিবার হার্ভাড-ইয়েলে বিশ্ববিদ্যালয়ের মধ্যে বার্ষিক ফুটবল প্রতিযোগিতা ছিল। ওই সময়েই এক ছেলে বন্ধুর সঙ্গে অন্তরঙ্গ মালিয়াকে ক্যামেরাবন্দী করেছে পাপারাজ্জিরা।
তবে ছয় ফুট এক ইঞ্চি লম্বা মালিয়ার সেই ছেলে বন্ধুটির পরিচয় এখনো জানা যায়নি।
Read More News
রবিবার ম্যাচের সময় ছেলে বন্ধুর সঙ্গে ফুরফুরে মেজাজে ধূমপান করতেও দেখা গেছে ১৯ বছরের মালিয়াকে। খেলায় হার্ভাড ইউনিভার্সিটির দল ক্রিমসনকে হারিয়েছে ইয়েল বুলডগস।