ফের আলোচনায় এলেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। তবে এবার কোন সিনেমা নিয়ে আলোচনায় আসেন নি তিনি। নিজের ইনস্টাগ্রামে লাল বিকিনি পরে দুর্দান্ত ছবি পোস্ট করে আলোচনায় এসেছেন। তবে এই প্রথম নয়, নার্গিস এর আগেও এরকম বেশ কিছু ছবি পোস্ট করেছেন।
২০১৬-তে শেষবার ‘ব্যাঞ্জো’ নামে একটি সিনেমায় তাঁকে বড়পর্দায় দেখা গিয়েছিল। যদিও ‘রকস্টার’-এ তাঁর অভিনয়ের জন্য এখনও তাঁকে মনে রেখেছেন সিনেমাপ্রেমীরা। আপাতত বিন্দাস মুডে রয়েছেন এই অভিনেত্রী। উইকএন্ডে বিশেষ কোনো প্ল্যান নাই তাই বাড়িতে বসে পুরনো ছবি আপলোড করে নেটদুনিয়ার আলোচনায় ভেসে থাকতে চাইছেন তিনি।
Read More News
মূলত নার্গিসের হাতে এখন তেমন বিশেষ কোন কাজ নেই। সিনেমাও রিলিজ হতে দেরি রয়েছে। সেই ফাঁকে একান্ত অবসরের মুহূর্তটুকু নিজের মতো করেই কাটাচ্ছেন নার্গিস। আর তারই ফল এই ছবি।
CoinWan Latest Banlga Newspaper