অভিনেতা শশী কাপুর সোমবার বিকেল ৫.২০ মিনিটে মুম্বাইয়ের কোবিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, বহুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।
১৯৩৮ সালের ১৮ মার্চ এই কলকাতা শহরে জন্ম গ্রহণ করেন শশী কাপুর। পড়াশোনার পাশাপাশি খুব ছোটবেলা থেকেই শিশু অভিনেতা হিসাবে ফিল্ম জগতে পা রাখেন তিনি। ১৯৪৮ সালে মাত্র দশ বছর বয়সে নিজের দাদা রাজ কাপুরের ‘আগ’ এবং ১৯৫১ সালে ‘আওয়ারা’ ছবিতে অভিনয় করেন তিনি।
১৯৬১ সালে ‘ধরমপুত্র’ ছবিতে অভিনেতা হিসাবে তাঁর প্রথম অভিনয়। সব মিলিয়ে ১৭৫ টিরও বেশি সিনেমায় অভিনেতা হিসাবে অভিনয় করেন তিনি। বেশ কয়েকটি সিনেমাও প্রযোজনা করেন তিনি যার মধ্যে অন্যতম জুনুন, কলিযুগ, বিজেতা, উৎসব।
১৯৯১ সালে অমিতাভ বচ্চন অভিনীত ‘আজুবা’ ছবিটির পরিচালক ছিলেন তিনি। এছাড়াও ১৯৮৮ সালে রাশিয়ান সিনেমাও পরিচালনা করেন শশী কাপুর।
Read More News
বলিউডের প্রখ্যাত কাপুর পরিবারের সদস্য ছিলেন শশী কাপুর। পৃত্থীরাজ কাপুরের তিন সন্তানের কনিষ্ট ছিলেন শশী। তাঁর দুই ভাই রাজ কাপুর এবং শাম্মী কাপুরও ছিলেন বলিউডের প্রখ্যাত অভিনেতা।
চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ২০১১ সাল পদ্মভূষণ সম্মান পান শশী কাপুর। ২০১৪ সালে দাদা সাহেব ফালকে সম্মানেও ভূষিত হয়েছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে।