যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানল পরিস্থিতির অবনতি হওয়ায় দ্রুত বাসিন্দাদের ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তীব্র বাতাসের কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা কাউন্টিতে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকলকর্মীরা। এ অবস্থায় আতঙ্কের মধ্যে রয়েছে ওই অঞ্চলের অধিবাসীরা। ‘টমাস ফায়ার’ নামের সাম্প্রতিক এই দাবানল এখন পর্যন্ত মাত্র ১৫ শতাংশ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
বন, জঙ্গল, পাহার, পর্বত পেরিয়ে ক্রমেই লোকালয়ে ছড়িয়ে পড়ছে ক্যালিফোর্নিয়ার দাবানল। বাতাসের গতি বেড়ে যাওয়ায় রাতে আগুনের তীব্রতা বহুগুণ বেড়ে যায়। আতঙ্কে নির্ঘুম সময় পার করছে রাজ্যের হাজার হাজার বাসিন্দা।
Read More News
গেল ১ সপ্তাহ ধরে ক্যালিফোর্নিয়ার ছয়টি জায়গায় ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে কাজ করে আসছে দমকল বাহিনী। বিরূপ আবহাওয়ার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা হিমশিম খেলেও ফায়ার সার্ভিসের অব্যাহত চেষ্টায় অবস্থার কিছুটা নিয়ন্ত্রণে আসে। কিন্তু সোমবার রাতে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা এলাকায় পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়। এ অবস্থায় ওই কাউন্টির প্রায় ১ লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
CoinWan Latest Banlga Newspaper