অক্ষয়কুমার অভিনীত টয়লেট এক প্রেম কথা সিনেমাটির প্রশংসা করলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। রোম্যান্টিক-কমেডি-অ্যাকশন যে কোনো ধারার সিনেমাই হোক না কেনো মূল চরিত্রে অক্ষয় কুমার থাকলেই বলিউড বক্স অফিস বাজিমাত। যার প্রমাণ মিলেছে বহুবার। এমনকি চলতি বছর স্বচ্ছ ভারত অভিযানকে কেন্দ্র করে তার অভিনীত সিনেমা ‘টয়লেট এক প্রেম কথা’ও নাড়া দিয়েছে সমাজের কুসংস্কারাচ্ছন্ন মানুষের মনে।
Read More News
ভারতের নানামহলে অক্ষয় কুমার ও ভূমি পারনেকর অভিনীত ছবিটির ব্যাপক সাড়ার পর এবার ছবিটির প্রশংসা করলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। টুইটারে তিনি জানিয়েছেন, চলতি বছর যেসব বিষয় তাকে অনুপ্রাণিত করেছে, তার মধ্যে রয়েছে অক্ষয়ের ‘টয়লেট এক প্রেম কথা’ও।
CoinWan Latest Banlga Newspaper