বিচারপতি অপসারণ-সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছিলেন, তা পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ।
আজ রোববার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ৯০৮ পৃষ্ঠার এই রিভিউ দাখিল করা হয়েছে। এই আবেদনে ৯৪টি যুক্তি উপস্থাপন করা হয়েছে।
আবেদন জমা দেওয়ার পর রাষ্ট্রের প্রধান আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘এই রায়ের বিরুদ্ধে আজ আমরা রিভিউ পিটিশন দায়ের করেছি। এবং এই রিভিউ পিটিশনের ওপর ভবিষ্যতে আমরা শুনানির অপেক্ষায় থাকব।’
Read More News
‘জাতীয় সংসদ আমাদের মূল অনুচ্ছেদে ফিরে যেতে চায়, সেখানে আদালত তাকে অবৈধ ঘোষণা করতে পারেন না- এই মর্মে রিভিউয়ে অনেকগুলো যুক্তি আমরা তুলে ধরেছি’, যোগ করেন অ্যাটর্নি জেনারেল।
গত ৩ জুলাই ষোড়শ সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে সর্বসম্মতিক্রমে চূড়ান্ত রায়টি দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলও খারিজ করে দেন সর্বোচ্চ আদালত।
২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধানটি তুলে দিয়ে সংবিধানের ষোড়শ সংশোধনী পাস হয়। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর ৯৬ অনুচ্ছেদে পরিবর্তন এনে বিচারকের অপসারণের ক্ষমতা সংসদের হাতে পুনরায় ফিরিয়ে দেওয়া হয়, যেটি ১৯৭২ সালের সংবিধানেও ছিল।
CoinWan Latest Banlga Newspaper