ক্রিকেটার রোহিত শর্মার প্রাক্তন বান্ধবী সোফিয়া হায়াত সন্ন্যাস নিয়েছিলেন। সন্ন্যাস গ্রহণের কিছুদিনের মধ্যেই ভোলবদল। বিয়েটা সেরে ফেলেন সোফিয়া হায়াত।
বিয়ের পর স্বামী ভ্লাদের সঙ্গে মধুচন্দ্রিমায় পাড়ি দিয়েছেন সোফিয়া হায়াত। আর মধুচন্দ্রিমায় হাজির হয়ে সেখান থেকে একের পর এক ছবি শেয়ারও করেছেন সোফিয়া হায়াত। মধুচন্দ্রিমার ছবি শেয়ারের পাশাপাশি এবার সোফিয়া এবং ভ্লাদের বেশ কিছু অন্তরঙ্গ ছবি ছড়িয়েও পড়েছে।
বিয়ের পর ভ্লাদের সঙ্গে মিশর পাড়ি দিয়েছেন সোফিয়া। কায়রোতে গিয়ে একান্তে বেশ কিছুটা সময় কাটানোর পর এখনও আড়ালেই রয়েছেন সোফিয়া।
Read More News
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি বিতর্কিত মন্তব্য করেন সোফিয়া হায়াত। সেখানে তিনি লেখেন, ‘অনুভূতি ছাড়া কখনও যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার কোনও অর্থ নেই। অনুভূতি ছাড়া যৌন সম্পর্কে লিপ্ত হওয়া মানে দু’টি শরীরই শুধু কাছাকাছি আসা।’ সোফিয়ার ওই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বেশ জল্পনা শুরু হয়েছে।
CoinWan Latest Banlga Newspaper