অভিনেতা সিরাজ হায়দার বৃহস্পতিবার ভোর ৬ টা ১৫ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া…রাজিউন)। আজ বিকেলেই দাফন হবে। তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন তার সন্তান পরিচালক লেলিন হায়দার।
তিনি বলেন, আমাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের মিরকাদিমে। বাবা শেষ ইচ্ছে অনুযায়ী তাকে সেখানেই সমাহিত করা হবে আজ বাদ আসর। সেখানে পারিবারিক গোরস্তানে জানাজা শেষে দাফন করা হবে।
এর আগে বৃহস্পতিবার দুপুর ২ টা নাগাদ সিরাজ হায়দারের দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
Read More News
বুধবার মধ্য রাতে কল্যাণপুরের বাসায় হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন সিরাজ হায়দার। সকালে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যুবরণ করেন এই গুণী অভিনেতা। মৃত্যুকালে সিরাজ হায়দার স্ত্রী অভিনেত্রী মিনা হায়দার, দুই ছেলে, এক মেয়ে ছাড়াও অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।
 CoinWan Latest Banlga Newspaper
CoinWan Latest Banlga Newspaper