মডেল-অভিনেত্রী, ১ম রানার্স আপ লাক্স চ্যানেল আই সুপার স্টার ফারিয়া শাহরিন বলেন, আচ্ছা আমার কাপড় নিয়ে অনেকে খুব উত্তেজিত দেখলাম। আমি কি কোনদিন বলেছি আমি বোরখা পরি?
আমি বলেছি, স্লিভলেস ঠিক আছে। শাড়িও অন্যরকম আবেদন সৃষ্টি করতে পারে। তার মানে আমি শাড়ি পরে রোমান্টিক গান হলে করতে রাজি।
আমার ‘আকাশ কত দূরে’ ছবিতে আমি শাড়ি পরেই রোমান্টিক গানটা করেছিলাম। কিন্তু ক্লিভেজ দেখিয়ে, মাইক্রো/মিনি ড্রেস পরে অথবা বিকিনি পরে কাজ করতে বললে সেটা পারবো না।
Read More News
যারা আমাকে নছিয়ত দিতে আসলেন যে আপনি খুব পোশাক নিয়ে বলছেন কিন্তু ফেসবুকে কী দেন, তারা দয়া করে আমার নিউজটা আর ফেসবুকের ছবিগুলো মিলান। তারপরই আমার সঙ্গে লাগতে…
(ফেসবুক থেকে সংগৃহীত)
CoinWan Latest Banlga Newspaper