‘ভিক্টোরিয়া বেকহ্যাম’ মডেল হিসেবে নতুন করে বলার কোনও প্রয়োজন নেই। সম্প্রতি ‘ভ্যগ’ ম্যাগাজিনের ফটোশ্যুটে ফের একবার সেকথা প্রমাণ করলেন তিনি। এবার তিনি প্রায় নগ্ন অবস্থায় ধরা দিলেন তিনি।
৪৩ বছর বয়সী এই মডেলের ছবি ছাপা হয়েছে জনপ্রিয় এই পত্রিকার প্রচ্ছদেই। স্কিনটোনের রঙের একটি বডিস্যুট পরেছেন তিনি। যাতে তাকে প্রায় নগ্নই বলা চলে।
Read More News
চার সন্তানের মা ভিক্টোরিয়া বেকহ্যামের শরীরে একটুও অতিরিক্ত মেদ নেই। নেই কোনও খুঁত। আরেকটি ছবিতে লাল গাউন পরে থাকতে দেখা যাচ্ছে তাকে। গাঢ় লাল রঙের সেই পোশাকের মূল্য ২,২৫০ ইউরো।
CoinWan Latest Banlga Newspaper