বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায়ের ‘ফানি খান’ ছবির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। ক্রিআর্জ এন্টারটেইনমেন্টের এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তাঁর সাথে আরো আছেন অনিল কাপুর ও রাজকুমার রাও।
জানা গেছে, ২০০১ সালের সেরা বিদেশি ভাষার ছবি নমিনেশন পাওয়া ডাচ ছবি ‘এভরিবডিস ফেমাস’-এর ছায়া অবলম্বনে নির্মিত হচ্ছে এই ছবিটি।
মঙ্গলবার ক্রিআর্জ এন্টারটেইনমেন্ট তাদের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে ঐশ্বরিয়ার ছবিটি প্রকাশ করে। ছবিতে ঐশ্বরিয়াকে অন্যরকম ‘লুকে’ দেখা গেছে।
Read More News
ছবিতে ঐশ্বরিয়া একজন গায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। আর ছবিতে তাঁকে পোশাকে সাজিয়েছেন মণীষ মালহোত্রা। ছবিতে ঐশ্বরিয়ার বিপরীতে অভিনয় করেছেন রাজকুমার রাও। যিনি ঐশ্বরিয়ার চেয়ে ১০ বছর বড়। ছবিটি টি-সিরিজ ও ক্রিআর্জ এন্টারটেইনমেন্ট যৌথভাবে প্রযোজনা করছে।
আগামী ১৩ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।
CoinWan Latest Banlga Newspaper