বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে সুস্থ ও স্বাভাবিক রয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অাসাদুজ্জামান খাঁন কামাল।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে কোন পরিত্যক্ত জায়গায় রাখা হয়নি, তাকে পুরনো কেন্দ্রীয় কারাগারের ডে কেয়ার সেন্টারে রাখা হয়েছে।
বিএনপি চেয়ারপার্সনকে জেলকোড অনুযায়ী সকল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। তিনি কারাগারে সুস্থ, স্বাভাবিক ও নিরাপদে রয়েছেন।
Read More News
এর আগে কারাগারে আটক খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে বুধবার দুপুরে জেলগেটে যান তার ব্যক্তিগত চিকিৎসকরা। ডা. সিরাজউদ্দিনের নেতৃত্বে খালেদা জিয়ার সাত জন ব্যক্তিগত চিকিৎসক তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে জেলগেটে যান। তবে শেষ খবর পর্যন্ত তারা সাক্ষাতের অনুমতি পাননি।
CoinWan Latest Banlga Newspaper