মুম্বাইয়ে আন্ধেরির লোখাণ্ডওয়ালার সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে বলিউড নায়িকা শ্রীদেবীর মরদেহ আনা হয়েছে। ভক্তদের জন্য সকাল সাড়ে ৯টায় খুলে দেওয়া হয়েছে ক্লাবের দরজা। প্রয়াত নায়িকাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন ভক্তরা। সকাল ১০টায় শুরু হয়েছে প্রার্থনা সঙ্গীত।
শ্রীদেবী ইচ্ছা প্রকাশ করেছিলেন তার মৃত্যুর পর যেন সব কিছুই যেন সাদা কাপড়ে মুড়ে ফেলা হয়। নায়িকার শেষ ইচ্ছা অনুযায়ী তাই আজ সব কিছুই সাজানো হয়েছে সাদায়। সাদা ফুল দিয়ে সাজানোর পাশাপাশি শ্রীদেবী-র বাংলো ‘ভাগ্য’ও মুড়ে ফেলা হয়েছে সাদা কাপড়ে। অন্ত্যেষ্টিতেও সকলকে অনুরোধ করা হয়েছে সাদা পোশাকে আসতে।
Read More News
এ দিন সকালে সবচেয়ে আগে স্পোর্টস ক্লাবে পৌঁছে যান প্রযোজক-পরিচালক করণ জোহর। এসে পৌঁছেছেন শ্রীদেবীর দেবর সঞ্জয় কাপুর, হেমা মালিনী, এশা দেওল, সুভাষ ঘাই, আদিত্য ঠাকরে, আরবাজ খান, ফারহা খান, সোনম কাপুর-সহ ইন্ডাস্ট্রির একাধিক শিল্পী ও কলাকুশলীরা।
ক্রমশই ভিড় জমছে স্পোর্টস ক্লাবের বাইরে। স্বপ্নের নায়িকাকে বিদায় জানাতে আজ অফিস ছুটি নিয়ে চলে এসেছেন অগণিত ভক্ত। রাত ১২টা থেকেও অধীর অপেক্ষায় কেউ কেউ লাইন দিয়েছেন স্পোর্টস ক্লাবের সামনে।
এখানেই দুপুর ২টো পর্যন্ত থাকবে শ্রীদেবী-র মরদেহ। এর পর মরদেহ নিয়ে রওনা দেওয়া হবে ভিলে পার্ল শ্মশানের উদ্দেশে। সেখানে সাড়ে ৩টার সময় শেষকৃত্য হওয়ার কথা।
CoinWan Latest Banlga Newspaper