ড. জাফর ইকবালের ওপর হামলাকারী ধরা পড়েছে

জনপ্রিয় লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুহাম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী এই যুবকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন, এই যুবক তাঁদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন।

ওই যুবক এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জিম্মায় আছেন। শিক্ষকদের সঙ্গে আলোচনা করে তাকে পুলিশের জিম্মায় নেওয়া হবে। এরপর তাকে চিকিৎসা দিয়ে তার কাছ থেকে পরিচয় ও হামলার তথ্য নেওয়ার চেষ্টা করা হবে।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে শাবিপ্রবির মুক্তমঞ্চ এলাকায় একটি অনুষ্ঠান চলাকালে ড. জাফর ইকবালের মাথায় পেছন থেকে ছুরি দিয়ে এলোপাতাড়ি হামলা করেন এই যুবক। এসময় বাধা দিতে গেলে আহত হন পুলিশের উপপরিদর্শক (এসআই) ইব্রাহীম। পরে এই যুবকে ধরে ফেলেন উপস্থিত শিক্ষার্থীরা। এসময় তাকে গণপিটুনি দেওয়া হয়।
Read More News

পরে পুলিশ ও প্রশাসনের লোকজন ওই যুবককে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন-এ তে আটকে রাখা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *