দুই ডজনেরও বেশি ছবিতে জুটি বেঁধেছেন ফেরদৌস-মৌসুমী। এই জুটি দর্শকপ্রিয়তাও পেয়েছে।
ফের জুটি বেঁধেছেন ‘পোস্ট মাস্টার ৭১’ ছবিতে। দীর্ঘ প্রতীক্ষার পর বিজয় দিবস উপলক্ষে আগামী ৩০ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। ছবিটির প্রযোজনায় ছিলেন চিত্রনায়ক ফেরদৌস নিজেই। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন রাশেদ শামীম ও আবির খান।
Read More News
ছবিটির বিষয়ে পরিচালক রাশেদ শামীম বলেন, ‘পোস্ট মাস্টার ৭১’ ছবিটি মুক্তিযুদ্ধের হলেও এতে দর্শক ভিন্ন কিছু পাবে। সময় নিয়ে সুন্দর ও গোছালোভাবে ছবিটি নির্মাণ করেছি। দর্শক ছবিটি পছন্দ করবেন বলে আশা করছি।
CoinWan Latest Banlga Newspaper