বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া নিজ দেশে যতবারই আসেন, ততবারই দর্শক এখন উন্মুখ হয়ে থাকেন বলিউডে তাঁর নতুন চলচ্চিত্রের ঘোষণা শোনার জন্য। বলিউড জয় করে হলিউডও দাপিয়ে বেড়াচ্ছেন ভারতের সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া।
এই মুহূর্তে মুম্বাইয়ে থাকা প্রিয়াঙ্কা জানিয়েছেন, বেশ কয়েকটি চলচ্চিত্রের চিত্রনাট্য তিনি পড়েছেন। আমির খানের বিপরীতে একটি চলচ্চিত্রের ব্যাপারে তিনি আগ্রহীও ছিলেন। তবে, পরে শুনেছেন আমির সেখানে থাকছেন না। তাই সেই চলচ্চিত্রে অভিনয়ের সিদ্ধান্ত এখন চূড়ান্ত করেননি।
তবে, প্রিয়াঙ্কা অবশেষে বলিউডে ফিরবেন সালমান খানের সাথে, ‘ভারত’ চলচ্চিত্রের মাধ্যমে।
২০১৯ এর ঈদে মুক্তি প্রতীক্ষিত আলী আব্বাস জাফরের ‘ভারত’ চলচ্চিত্রের জন্য প্রতাব দেয়া হয়েছে প্রিয়াঙ্কা নিউ ইয়র্কে থাকা অবস্থাতেই। জানা গেছে, এই চলচ্চিত্রের মাধ্যমেই প্রায় দশ বছর পর সালমান-প্রিয়াঙ্কাকে আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে।
প্রিয়াঙ্কা-সালমান এর আগে জুটি বেঁধে অভিনয় করেছেন ‘সালাম-ই-ইশক’, ‘গড তুসি গ্রেট হো’ এবং ‘মুঝসে শাদি কারোগি’ চলচ্চিত্রে। প্রিয়াঙ্কা চুক্তিপত্রে সই করলে এটি হবে সালমান-প্রিয়াঙ্কা জুটির ৪র্থ চলচ্চিত্র।
CoinWan Latest Banlga Newspaper