বলিউডের সুখী দম্পতিদের মধ্যে অক্ষয় কুমার ও টুইংকেল খান্না অন্যতম। তাদের দাম্পত্য জীবন দেড় যুগের। তারা দুই সন্তানের বাবা-মা।
ক’দিন আগে স্ত্রী ও সন্তানদের নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন অক্ষয়। সেই সময়ের বেশ কয়েকটি স্থিরচিত্র ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অক্ষয়-টুইংকেল।
এদিকে রোববার (২৫ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে একটি ছবি শেয়ার করেছেন টুইংকেল। এতে দেখা যাচ্ছে, অটোরিকশা চালাচ্ছেন অক্ষয়। পেছনে যাত্রীর আসনে টুইংকেল।
Read More News
ছবিটির ক্যাপশনে লিখেছেন, আমার আজকের ছুটির দিনটি একটু অদ্ভুত। ঘুম থেকে উঠেছি ভোর ৪টায়। এরপর পাক্কা আড়াই ঘণ্টা লিখেছি। তারপর আমার কুকুরকে নিয়ে টাটকা হাওয়ায় হেঁটেছি ও আমার দারুণ রিকশা ড্রাইভারের সঙ্গে হাসিঠাট্টা করেছি। সবই সকাল ৯টা বাজার আগে।
CoinWan Latest Banlga Newspaper