দ্বিতীয় দফায় ফের শুরু হলো আশিকুর রহমানের পরিচালনায় হাইভোল্টেজ ‘সুপার হিরো’ ছবির শুটিং। এর আগে জানুয়ারির ২৫ তারিখ থেকে সিডনিতে শুরু হয়েছিল এই ছবির শুটিং, টানা শুটিং চলেছিল ২০ দিনের মতো।
তবে দ্বিতীয় দফায় মাত্র ৩ দিন শুটিং চলবে। আজ (২৬ মার্চ) চট্টগ্রামে শুটিং শুরু হয়েছে, অংশ নিয়েছেন বুবলী। ছবির নায়ক শাকিব খান অংশ নেবেন মঙ্গলবার (২৭ মার্চ) থেকে।
Read More News
চট্টগ্রামের গহিরা পার্ক বিচের দুর্গম এলাকায় ‘সুপার হিরো’র শুটিং হচ্ছে। ওখানে অকার্যকর হয়ে পড়ে থাকা ১৬ তলা একটা জাহাজে শুটিং চলছে। জানা গেছে, সিডনীর সঙ্গে সামঞ্জস্য রেখে সেখানে শুটিং ঠিক করা হয়েছে। আর এই লোকেশন খুঁজে পেতে নির্মাতা আশিকুরের সময় লেগেছে প্রায় ছমাস! শাকিব-বুবলী, টাইগার রবি ছাড়াও তারিক আনাম খান, শম্পা রেজা ছবিতে অভিনয় করছেন।
CoinWan Latest Banlga Newspaper