বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৃহস্পতিবার বিকেলে সাক্ষাৎ করার কথা ছিলো দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। চেয়ারপারসন অসুস্থ বোধ করায় সাক্ষাৎ হচ্ছে না।
দলীয় সুত্রে জানা যায়, কারাগার থেকে বলা হয়েছে, খালেদা জিয়া অসুস্থ থাকায় দেখা হবে না। তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন।
Read More News
গত মাসের ৮ তারিখ রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন।। রায় ঘোষণার পর ওই দিনই কড়া নিরাপত্তায় খালেদা জিয়াকে ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। বর্তমানে তিনি সেখানেই কারাবাস করছেন।
CoinWan Latest Banlga Newspaper