যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ কোনভাবেই বাংলাদেশ ব্যাংকের একাউন্ট থেকে টাকা হ্যাকড হওয়ার ঘটনার দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আর এ কারণে ব্যাংকটির বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।
Read More News
তিনি বলেন, ‘এই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কোন দোষ নেই। ফেডারেল রিজার্ভ যারা সেখানে দেখভাল করেন তাদের কোন গোলমাল হয়েছে। তারা যদিও অস্বীকার করেছেন যে তাদের কোন দায়িত্ব নেই, কিন্তু এটা হতেই পারে না।’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘ওখান (ফেডারেল রিজার্ভ) থেকে তারা একটা বার্তা প্রেরণ করেন বাংলাদেশ ব্যাংকের কাছে যে, আমরা একটা হুকুম পেয়েছি তোমাদের-তোমরা এটা কনফার্ম কর। তারা বলেছে যে এটা ভুয়া কিন্তু তারা নির্দেশনা পাওয়ার আগেই পেমেন্ট হয়েছে।’
আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটি বিবেচনায়, তাদের এভাবে পোক্তভাবে আপত্তি করার কোন অধিকার নেই। আমরা কেস করব, তাদের কাছে আমরা টাকা রেখেছি তারা এটার জন্য দায়ী।’
CoinWan Latest Banlga Newspaper