কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা’ বলায় এই মাসের মধ্যে তাঁকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। তাঁকে বরখাস্ত না করলে আল্লাহ রাব্বুল আল আমিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই বরখাস্ত করে দেবেন বলে মন্তব্য করেছেন তিনি।
আজ বুধবার বিকেলে ময়মনসিংহ শহরের টাউন হল মাঠে শহীদ মিনারের পাশে এক সমাবেশে কাদের সিদ্দিকী এসব কথা বলেন।
Read More News
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে উদ্দেশ করে আবদুল কাদের সিদ্দিকী বলেন, ‘আমার লজ্জায় মাথানত হয়ে গেছে একজন মন্ত্রী সংসদে দাঁড়িয়ে কোটা বিরোধী ছাত্রদের, ছাত্রীদের বলতে পারে রাজাকারের বাচ্চা। সেই সময়ই তাঁর মৃত্যু হওয়া উচিত ছিল। অথবা তাঁকে গলা টিপে মারা। যে মানুষটা রাজাকারের বাচ্চা বলে সংসদে দাঁড়িয়ে গালি দিতে পারে…তাঁকে এখনও আমার বোন (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বরখাস্ত করে নাই। আমি জানি না। এই মাস সময় তাঁকে দিলাম। যদি মতিয়া চৌধুরীকে বরখাস্ত না করেন, আল্লাহ রাব্বুল আল আমিন শেখ হাসিনাকেই বরখাস্ত করে দেবেন।’