ছুটির দিনে কালবৈশাখীর সঙ্গে বৃষ্টি, অন্ধকারে ঢেকে যায় আকাশ। আজ রোববার সকালে রাজধানীতে বৃষ্টি হয়েছে ৫০ মিলিমিটার। এটা এ বছরের সবচেয়ে বেশি বৃষ্টি। এ সময় বাতাসের গতিবেগ ছিল ৬৩ কিলোমিটার।
বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। কালবৈশাখীর আঘাতে রাজধানীর বিভিন্ন এলাকায় গাছ উপড়ে চলাচল বিঘ্নিত হতে দেখা গেছে। রাস্তার পাশের সাইনবোর্ড, টং দোকান উল্টে যেতে দেখা যায়। যানবাহনকে দিনের বেলাতেই হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।
যদিও আজ বুদ্ধপূর্ণিমা, সরকারি ছুটির দিন। তবু বেসরকারি অফিসের লোকজন ও দিনমজুরদের বিড়ম্বনায় পড়তে হয়েছে।
Read More News
আবহাওয়া কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে অস্থায়ীভাবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা আরো অধিক বেগে কালবৈশাখীর ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
CoinWan Latest Banlga Newspaper