বিয়ের পরের প্রথম সকালের শুভশ্রী। শুক্রবার প্রায় সারা রাত জাগতে হয়েছে বর-কনেকে। ফলে শনিবার বেশ দেরি করে ঘুম ভেঙেছে তাদের। তারা অর্থাৎ সদ্য বিবাহিত রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
এ দিন ঘুম থেকে ওঠার পরই বরের ফ্রেমবন্দি হলেন শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় রাজ ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘গুড মর্নিং লাইফ…’।
শুভশ্রীই যে এখন রাজের কাছে জীবনের অর্থ তা আরও একবার প্রকাশ্যে স্বীকার করে নিলেন। সিঁদুরে রাঙা শুভশ্রীর পরনে ঘরোয়া সাজ। হাতে লাল শাঁখা, চুরি। গলায় সোনার হার। সাদা-লাল শাড়ি, টিপে সেজে নায়িকা যেন পাশের বাড়ির মেয়ে। কোনও মেকআপ ছাড়াই দেখা মিলল কনের। সঙ্গে রয়েছে প্রিয় পোষ্য।
Read More News
আগামী ১৩ মে রাজ-শুভশ্রীর রিসিপশন। তার আগে শুভশ্রীর এই ছবিটি আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
CoinWan Latest Banlga Newspaper