প্রভাসের বিয়ে নিয়ে এতদিন গুঞ্জণ ছিল। আর সেই গুঞ্জনে এসেছিল নার্গাজুনের মেয়ে ও অনুশকা শেট্টির কথাও। আর এবার প্রভাসের ‘সাহো’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শ্রদ্ধা কাপুর। তবে থেকেই ধীরে ধীরে দানা বাঁধছে আর কাউকেই নাকি নয়, শ্রদ্ধা কাপুরকে বিয়ে করতে চলেছেন প্রভাস।
সম্প্রতি এক অনুষ্ঠানে শক্তি কাপুর জানান, শ্রদ্ধা আপাতত ক্যারিয়ার নিয়েই বেশি ভাবছে। তবে বাবা হিসেবে মেয়ের বিয়ে নিয়ে একটু উৎসাহ তো থাকবেই। তবে আমি জীবনসঙ্গী বেছে নেওয়ার ব্যাপারে শ্রদ্ধাকে পুরো স্বাধীনতা দিয়েছি। শ্রদ্ধা নিজের পছন্দের পুরুষকেই বেছে নেবে।
Read More News
প্রভাসের সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয় ‘সাহো’র শুটিং ফ্লোর থেকেই। তবে এই বিষয়ে কোনও রকম মন্তব্য করতে চাননি শ্রদ্ধা বা প্রভাস কেউই।
CoinWan Latest Banlga Newspaper