মুক্তি পেল ছবি ‘সাঞ্জু’র ট্রেইলার

অবশেষে মুক্তি পেল সঞ্জয়ের জীবনীনির্ভর ছবি ‘সাঞ্জু’র ট্রেইলার। গতকাল দুপুরে মুক্তি দেওয়া হয় ছবিটির ট্রেইলার। জি নিউজের খবরে প্রকাশ, টিজারের মতো ট্রেইলারেও প্রশংসিত হয়েছেন রণবীর কাপুর। সঞ্জয়ের লুক, বডি, সংলাপ বলার ধরন সবকিছুতেই বেশ মানিয়ে নিয়েছেন তিনি। এরই মধ্যে ছবিটির ট্রেইলার ঝড় তুলেছে ইউটিউবে। ইউটিউবে ট্রেইলারটি দেখা হয়েছে প্রায় ১২ কোটি বার।

ছবিটিতে উপস্থাপন করা হয়েছে সঞ্জয় দত্তের গত তিন দশকের নানা ঘটনাপ্রবাহ। চলচ্চিত্রজীবন থেকে ব্যক্তিজীবন, বন্ধুদের সঙ্গে উদ্দাম জীবন থেকে শুরু করে অপরাধ জগতের সঙ্গে সখ্য কোনো কিছুই বাদ যায়নি ট্রেইলারে।
Read More News

ছবিতে রণবীর কাপুর ছাড়াও অভিনয় করছেন পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, দিয়া মির্জা, ভিকি কুশাল, সোনম কাপুর, জিম সাবরা। এ ছাড়া ক্যামিও চরিত্রে দেখা যাবে আনুশকা শর্মাকে। চলতি বছরের ২৯ জুন ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *