শ্বাস জনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। জানা গেছে, বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ।
মুম্বাইয়ের হিন্দুজা হেলথকেয়ার হাসপাতালে গত কয়েক সপ্তাহ ধরেই অভিনেত্রীর নিয়মিত চেকআপ চলছিল। পরে অসুস্থতা বেড়ে যাওয়ায় গত শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
দীর্ঘদিন রূপালি পর্দার আড়ালে থাকার পর ‘আদাত’ নামের একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন বিপাশা। এতে তার বিপরীতে অভিনয় করবেন তার স্বামী করণ সিং গ্রোভার। ২০১৫ সালে সর্বশেষ ‘অ্যালন’-এ জুটি বেঁধেছিলেন তারা।
Read More News
তবে, এর কিছু দিন আগে শোনা গিয়েছিল বিপাশা নাকি গর্ভবতী। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবিও ভাইরাল হয়েছিল। সেই ছবিতে দেখা গিয়েছিল নীল পোশাক পরিহিত বিপাশাকে। অনেকের মধ্যে গুঞ্জন শোনা যায়, ওই ছবিতে বিপাশাকে গভবর্তী অবস্থায় দেখা গেছে। তবে পরে জানা যায় সেটি গুজব ছিল।
CoinWan Latest Banlga Newspaper