উত্তর কোরীয় নেতা কিম জং উন সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১২ জুনের ওই বৈঠকটি ইতিবাচক ফল বয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
চীন সফরের প্রাক্কালে চায়না মিডিয়া গ্রুপকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি ট্রাম্পকে স্বাগত জানান। এ সময় রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমি আশা করছি যে বৈঠকে উত্তর কোরীয় নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট বৈঠকটি আয়োজনের যে সাহসী ও পরিপক্ক সিদ্ধান্ত নিয়েছেন, তা থেকে একটি ইতিবাচক ফলাফল আসবে। আমরা সবাই সেই অপেক্ষাতেই রইলাম।’
পুতিন আরও বলেন, ‘আমরা দেখতেই পাচ্ছি যে উত্তেজনা হ্রাসে উত্তর কোরীয় নেতৃত্ব অভূতপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সত্যি কথা বলতে কি, এটা আমাকে বিস্মিত করেছে।’
Read More News
বর্তমান পরিস্থিতিতে উত্তর কোরিয়ার নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন বলেও মনে করেন পুতিন।
CoinWan Latest Banlga Newspaper