সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রুনা বলেছেন, ‘নেইমারের হাতে এবার বিশ্বকাপ উঠলেই বিয়েটা সেরে ফেলব।’
ব্রুনা আরও বলেছেন, ‘এবারের ব্রাজিল দল অনেক বেশি পরিণত এবং শক্তিশালী। আমাদের দেশই রাশিয়া থেকে এবার বিশ্বকাপ নিয়ে ফিরবে।’ আরও যোগ করেছেন, ‘আপাতত আমি ডেটিংটা দারুণ উপভোগ করছি। নেইমারের সঙ্গে সময় কাটানোর মধ্যে যে রোমান্টিকতা রয়েছে, তার সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। ওর মতো সরল, নিষ্পাপ মানুষ দ্বিতীয় কেউ নেই। ও-ই আমার জীবনের সেরা পুরুষ।’
Read More News
মাঠে এবং মাঠের বাইরে নেইমারকে মানসিক শক্তি জোগাতে তিনি ব্রাজিলের জনপ্রিয় সিরিয়াল ‘গড সেভ দ্য কিং’-এর অভিনয় থেকেও সরে এসেছেন। ব্রুনা বলেছেন, ‘এই সিদ্ধান্ত নিয়ে আমার কোনো আক্ষেপ বা দুঃখ নেই।’ এই মুহূর্তে নেইমারের পাশে থাকা অনেক বেশি প্রয়োজনীয়। ও তরতাজা থাকলে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা আরও বেশি উজ্জ্বল হয়ে উঠবে।