শনিবার সকাল থেকেই রাজধানীতে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ভারি বৃষ্টিতে রাজধানীর বেশিভাগ এলাকা পানিতে প্লাবিত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন মানুষ।
বৃষ্টিতে রাজধানীর মিরপুর ১, ২, ১০ ও ১২ নম্বর, কালশি, কাজীপড়া, শেওড়াপাড়া, বনানী, শান্তিনগর, মগবাজার, মালিবাগ-মৌচাক, মুগদাসহ রাজধানীর বিভিন্ন এলাকার জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে কোথাও কোথাও হাঁটু পানি জমে গেছে। এমতাবস্তায় পানিতে কোনো গাড়ি বিকল হয়ে পড়ে থাকতে দেখা যায়। আবার পানির কারণে দীর্ঘক্ষণ যানজটে পড়ে থাকতেও দেখা যায়।
Read More News
যাতায়াতের জন্য গণপরিবহন ছাড়া রিকশা, অটোরিকশা বা অন্য কোনো যান ব্যবহার করছেন তাদেরকে একটু বেশি ভাড়া গুণতে হচ্ছে।
CoinWan Latest Banlga Newspaper