ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে পা রাখল বেলজিয়াম। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। সেই লড়াইয়ে জিতল বেলজিয়াম।
Read More News
প্রথমার্ধ দু’দলের কেউ গোল না পেলেও দ্বিতীয়ার্ধে গোল পেয়েছে বেলজিয়াম। কালিনিনগ্রাদে বাংলাদেশ সময় রাত ১২টায় মাঠে নামে এই দু’দল। বেলজিয়াম আগের ম্যাচের ৯ জনকেই এ ম্যাচে বিশ্রাম দিয়েছে। অন্যদিকে ইংলিশ দলে আগের ম্যাচের ৮ জনকেই বসিয়ে রেখেছে। এদিন ম্যাচের ৫১ মিনিটে গোলের দেখা পায় বেলজিয়াম। দলের পক্ষে গোলটি করেন আদনান জানুজাজ। এতে ১-০ গোলে এগিয়ে যায় বেলজিয়ানরা।
CoinWan Latest Banlga Newspaper