বরিশাল নগরীর ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার দুপুরে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং সিটি করপোরেশনের স্যানিটারি বিভাগের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক শাহ্ শোয়েবুর রহমান ও সুমি রানী মিত্রের নেতৃত্বে পরিচালিত অভিযানে সিটি করপোরেশনের স্বাস্থ্য পরিদর্শক রাসেল সিকদারসহ আর্মড পুলিশ ব্যাটালিয়নের একদল সদস্য সহায়তা করেন।
Read More News
অভিযানকালে নগরীর বগুড়া রোডের ব্লু-মুন ডিপার্টমেন্টে বিভিন্ন পন্যের দামে ক্রটি থাকায় ৩ হাজার টাকা, সদর রোডের অভিজাত রেস্তোরা রোজ গার্ডেনে স্বাস্থ্য সম্মত পরিবেশে খাবার তৈরি না করায় ২০ হাজার এবং একই রোডের ডা. সোবাহান কমপ্লেক্সের গ্রীন ফ্যাশনে বিভিন্ন বিদেশী প্রসাধনীর একাধিক মূল্য লেখা থাকায় ৮ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
CoinWan Latest Banlga Newspaper