আজ বুধবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে জেদ্দা শহরে সড়ক দুর্ঘটনায় পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন বাংলাদেশি।
নিহতদের মধ্যে চারজন হলেন, মো. মনিরুল ইসলাম, সৈয়দ হোসেন, ইসরাফিল শেখ ও শাহ আলম।
Read More News
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মিনিবাসে করে যাচ্ছিলেন যাত্রী ছিলেন মোট ১৭ জন। তারমধ্যে ১৬ জনই বাংলাদেশি। কেবল গাড়ির চালক ছিলেন পাকিস্তানি। চলার পথে বাসটির চাকা বিস্ফোরিত হয়ে ছিটকে পড়ে। পরে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাসটি ধাক্কা খায়। ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।
জেদ্দা কনস্যুলেট জেনারেলের কার্যালয় জানায়, কিং ফাহাদ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন পাঁচজন।
আহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করেছে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট। তাঁরা হলেন, মাগুরা সদর উপজেলার মো. ইলাহী এবং হবিগঞ্জ জেলার শাহজাহান মিয়া।
আহতরা কিং আবদুল আজিজ হাসপাতাল, সৌদি জার্মান হাসপাতাল ও কিং আবদুল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন।