এফডিসিতে চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীরা শ্রদ্ধায় বিদায় জানালেন দীর্ঘদিনের সহকর্মী রানী সরকারকে। শনিবার বিকেল ৩টায় সেখানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
জানাজার আগে চলচ্চিত্র শিল্পী সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতি, এফডিসি ও তথ্য মন্ত্রণালয় পৃথক পৃথকভাবে ফুল দিয়ে সম্মান জানায় রানীকে।
Read More News
জানাজার নামাজ পড়ান এফডিসির মসজিদের ইমাম। জানাজায় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আরও ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক ফারুক, আলমগীর, রিয়াজ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান প্রমুখ।
জানাজা শেষে রানী সরকারের মরদেহ আজিমপুর গোরস্তানে নিয়ে যাওয়া হয়। সেখানেই দাফন হবে।
শনিবার (৭ জুলাই) ভোর ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রানী। ৮৬ বছর বয়সী এই অভিনেত্রী বার্ধক্য ছাড়াও পিত্তথলির পাথর, বাতজ্বর, জটিল কোলেলিথিয়েসিস রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।