থাইল্যান্ডে চিয়াং রাই প্রদেশের থাম লুয়াং থেকে গুহা থেকে আরো আট কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে অভিযান ফের শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যে। আজ সোমবার সকালেই গুহার ভেতরে প্রবেশের কথা রয়েছে উদ্ধারকারী দলের।
এরই মধ্যে গতকাল রোববার রাতে চার কিশোরকে গুহার অভ্যন্তর থেকে উদ্ধার করে নিয়ে এসেছেন ডুবুরিরা। গুহার ভেতরে পানি কম থাকায় ধারণার চেয়ে কম সময়ে তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। চার কিশোরকে পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিয়াং রাই রাজ্যের স্বাস্থ্য বিভাগের প্রধান টোসাথেপ বুনথং বার্তা সংস্থা রয়টার্সকে জানান, উদ্ধারের পর পরই শিশুদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
Read More News
উদ্ধারকারী দলে ১৩ বিদেশি ডুবুরি, ৫ থাই নেভি সিলের সদস্য রয়েছেন। নানাভাবে মোট ৯০ জন ডুবুরি সহায়তা করছেন উদ্ধার অভিযানে।
CoinWan Latest Banlga Newspaper